টুইটারে ভাইরাল ইভাঙ্কার আলিঙ্গন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭ , ০১:৫৩ পিএম


টুইটারে ভাইরাল ইভাঙ্কার আলিঙ্গন  (ভিডিও)

বাণিজ্য বিষয়ক আলোচনায় মার্কিন সিনেটর মার্কো রুবিওর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কার আলিঙ্গন নিয়ে তোলপাড় ইন্টারনেট দুনিয়া।

বিজ্ঞাপন

টুইটারে নানা জনের মন্তব্যের পর রুবিও নিজেও টুইট করছেন এ নিয়ে এবং তা দেখে সাড়া দিয়েছেন ইভাঙ্কা। তাদের আলোচনা দেখে মন্তব্য এসেছে ট্রাম্পপুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের কাছ থেকেও।

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প যাদের হারিয়ে রিপাবলিকান দলের মনোনয়ন বাগিয়ে নিয়েছিলেন, তাদের একজন ফ্লোরিডার সিনেটর রুবিও।

বিজ্ঞাপন

মঙ্গলবারের ওই বৈঠকে ইভাঙ্কা ও রুবিওর একটি ছবি অনেকে টুইটারে তুলে বলেন, প্রেসিডেন্ট কন্যার সঙ্গে সৌজন্য আলিঙ্গন করতে গিয়ে ব্যর্থ হয়েছেন সিনেটর।

অধ্যাপক ডন ময়নিহান টুইটারে ইভাঙ্কা ও রুবিও ঘনিষ্ঠ একটি ছবি দেয়ার পর তা নিয়ে মন্তব্য আসতে থাকে একের পর এক।

একজন লেখেন, ‘ইভাঙ্কার শরীরী ভাষায় কোথাও মার্কো রুবিওর আলিঙ্গনকে আমন্ত্রণ জানানোর চিহ্ন ছিল না।’

বিজ্ঞাপন

আরেকজন মজা করে লেখেন, “বিখ্যাত মানুষদের ভালোবাসার প্রদর্শন দেখতে পেয়ে ধন্য হয়েছি, সেই আলিঙ্গন।’

বিজ্ঞাপন

টুইটারে কৌতূকপূর্ণ মন্তব্য চালাচালি কয়েক ঘণ্টা পর রুবিওরও নজরে আসে এবং তিনিও মজা করে নানা মন্তব্য করা শুরু করেন।

রুবিও ছবিটি নিয়ে তদন্ত করার কথা বলেন। ইভাঙ্কার সঙ্গে আলিঙ্গনের সময় আসলে কী ঘটেছিল, সে খতিয়ে দেখার কথাও বলেন তিনি।

পরপর কয়েকটি মন্তব্যের মধ্যে ওই সময়ের আরও কিছু ছবি প্রকাশ করেও কৌতূক করেন রুবিও।

প্রথম ছবিটি প্রকাশের আধা ঘণ্টা পর রুবিও ‘ব্রেকিং নিউজ’ শিরোনামে আরেকটি ছবি টুইট করেন। অতিরিক্ত এ ছবিটি ওই ঘটনায় নতুন তথ্য যোগ করবে বলে হাস্যরস করেন তিনি।

সপ্তম টুইটে তিনি বিষয়টির সমাপ্তি টানেন এই বলে যে, ইভাঙ্কার সঙ্গে আসলে আলিঙ্গনের কোনো চেষ্টাই করা হয়নি; যদিও ছবিতে দেখা গেছে এর ভিন্ন চিত্রই।

রুবিও আলিঙ্গনের চেষ্টা চালাননি বলে বিষয়টিতে ক্ষান্ত দিলেও পরে ইভাঙ্কা টুইট শুরু করেন ‘মন্তব্য নিষ্প্রয়োজন’ বলার মধ্য দিয়ে।

পুরো আলোচনাকে বাজে কথা বলে উড়িয়ে দিলেও ট্রাম্পকন্যা এটাও বলেন, রুবিও আলিঙ্গন করতে ভালোই পারেন।

এর মধ্যেই বোনের টুইটের প্রত্যুত্তর দিতে গিয়ে আলোচনায় যোগ দেন ইভাঙ্কা ভাই ট্রাম্প জুনিয়র।

“একটি ব্যর্থ হলেও সত্যি বলতে কী আমাদের রাজনীতিতে আরো আলিঙ্গন প্রয়োজন,” মন্তব্য করেন তিনি।

এপি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission