চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ শুরু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার বেলা পৌনে ১২টার দিকে রেললাইন থেকে মাটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকালে মৌলভীবাজারের লাউয়াছড়ায় রেললাইনের উপর পাহাড় ধসে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল। এসময় সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ভানুগাছ রেলস্টেশনে আটকা পড়ে।
বিজ্ঞাপন
শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার ফয়জুর রহমান জানান, সকাল থেকেই রেলকর্মীরা মাটি সরানোর কাজে নেমে পড়েন। চার ঘণ্টা কাজের পর স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ।
এসএস