এ যুগের অঞ্জু ঘোষ হচ্ছেন ঐশী!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২ , ১২:১৩ পিএম


এ যুগের অঞ্জু ঘোষ হচ্ছেন ঐশী!

‘আমার কাঙ্কের কলসী, জলে গেল রে ভাসি…মাঝিরে তোমার নৌকার ঢেউ লাগিয়ারে’ বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় গানটিতে তাপস পাল ও অঞ্জু ঘোষকে আজও ভুলতে পারেননি দর্শকরা। সারা বিশ্বের বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে এ গানের আবেদন আজও ফুরায়নি। এবার গানটি রিমেক হচ্ছে! নতুন আয়োজনের ‘আদম’ সিনেমার গানে তাপস পাল ও অঞ্জু ঘোষের জায়গায় দেখা যাবে ইয়াশ রোহান ও ঐশীকে।

বিজ্ঞাপন

এই গানটি তাপস পাল ও অঞ্জু ঘোষ অভিনীত ‘প্রাণ সজনী’ নামের ভারতীর বাংলা চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। মূলত তাদের সৌজন্যেই নব্বই দশকে তুমুল জনপ্রিয়তা পায় গানটি। শ্রোতাপ্রিয় গানটি একইভাবে বাংলাদেশি ‘প্রেমের স্মৃতি’ সিনেমাতেও পরিবেশন করেন শিল্পী রুনা লায়লা ও খালেক।

এবার এই গানটি ব্যবহার করা হয়েছে বাংলাদেশের আরেকটি সিনেমাতে। সিনেমাটির নাম ‘আদম’। আবু তাওহিদ হিরনের পরিচালনায় সম্প্রতি এই গানের দৃশ্যধারণ শেষ হয়েছে। পর্দায় এ গানে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও ইয়াশ রোহান। নতুন আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন দুই ক্লোজআপ ওয়ান তারকা রাজীব ও লিজা। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘গানটি দিয়ে আমাদের ছবিটির ক্যামেরা ক্লোজ করলাম। তিন বছরে শেষ হলো সিনেমাটির কাজ। এই গানটি রেখে পুরোনো দিনের সিনেমার একটি আমেজ রাখার চেষ্টা করেছি। তাপস পাল ও অঞ্জু ঘোষের মতো বা আমাদের চম্পা, মান্না-আলীরাজের মতো হয়তো হবে না। তবু ঐশী ও রোহান চেষ্টা করেছে। বাকিটা দর্শকের ওপরে ছেড়ে দিলাম।’

‘আদম’ সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাবে বলে জানান পরিচালক আবু তাওহিদ হিরন।

এনএস/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission