লক্ষ্য রেটিং পয়েন্ট বাড়ানো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২৩ মে ২০১৭ , ০৭:৩৬ পিএম


লক্ষ্য রেটিং পয়েন্ট বাড়ানো

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার ফের মাঠে নামবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ম্যাচটি ডাবলিনে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। আর আইরিশ সময় সকাল পৌনে দশটায়।

সিরিজ বিবেচনায় এ ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা। কারণ শেষ ম্যাচের আগেই চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ হয়েছে।

বিজ্ঞাপন

চার ম্যাচের টানা তিনটি জিতে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। আর তিন ম্যাচের একটি জয় অপরটি পরিত্যক্ত হওয়ায় ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ বাংলাদেশ।

এখন বাংলাদেশের মূল লক্ষ্য নিউজিল্যান্ডকে শেষ ম্যাচে হারিয়ে রেটিং পয়েন্ট বাড়ানো। এ ম্যাচে জিততে পারলে ৯৩ পয়েন্ট নিয়ে শ্রীলংকাকে টপকে র‌্যাংকিংয়ের ছয়ে উঠে যাবে বাংলাদেশ।

তাই সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারালেও বাংলাদেশ চাইবে চ্যাম্পিয়নস ট্রফির আগের ম্যাচটি জিততে। আর নিউজিল্যান্ড চায় তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে।

বিজ্ঞাপন

বাংলাদেশ স্কোয়াড :

বিজ্ঞাপন

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হেসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায় ও সানজামুল ইসলাম।

নিউজিল্যান্ড স্কোয়াড :

টম ল্যাথাম (অধিনায়ক), নিল ব্রুম, কলিন মুনরো, হেনরি নিকোলস, সেথ রেন্স, মিচেল স্যান্টনার, রস টেইলর, ম্যাট হেনরি, কোরি এন্ডারসন, জর্জ ওয়ারকার, হামিশ বেনেট, স্কট কুগিলজেন, জেমস নিশাম, জিতেন প্যাটেল, লুক রঞ্চি (উইকেটরক্ষক), ইশ সোধি ও নিল ওয়াগনার।

ওয়াই/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission