বন্ধ হতে পারে আরো ছয় মেডিক্যাল কলেজ : স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১৩ মে ২০১৭ , ০৯:৪৮ পিএম


বন্ধ হতে পারে আরো ছয় মেডিক্যাল কলেজ : স্বাস্থ্যমন্ত্রী

মানহীন মেডিক্যাল কলেজ হয়তো আরো ১০টা আছে। এ বছর চারটি বন্ধ করা হয়েছে, তাদের শিক্ষার্থী ভর্তি করতে দেয়া হয়নি। প্রয়োজনে আরো ছয়টি বন্ধ করে দেয়া হবে। বললেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর এলজিইডি ভবনে মেডিক্যাল শিক্ষার বর্তমান পরিস্থিতি এবং ‘হেলদি বাংলাদেশ’নামের নাগরিক মোর্চার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বললেন।

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেটরি রিসার্চ সেন্টার (পিপিআরসি) দুই পর্বের এ অনুষ্ঠান আয়োজন করে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদষ্টো ড. হোসেন জিল্লুর রহমান সভার সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

নাসিম বলেন, মেডিক্যাল শিক্ষার মানে সমঝোতা করা হবে না। বেশ কিছু মেডিক্যাল কলেজে গ্রন্থাগার ও পরীক্ষাগার নেই। হাসপাতালে রোগী থাকে না। সরকারি কর্তারা পরিদর্শনে গেলে মেডিক্যাল হাসপাতালগুলো রোগী ভাড়া করে আনে। এখানে শিক্ষকেরা ভাড়ায় কাজ করেন। আসলে তাদের কোনো অবকাঠামো নেই। বার বার বলার পরেও এসব মেডিক্যালের কর্তৃপক্ষ শুধরাচ্ছেন না। দেশে ব্যাঙের ছাতার মতো মেডিক্যাল কলেজ হচ্ছে। এসব বন্ধ করতে হবে। এটা চলতে পারে না।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, জাতীয় শারীরিক ফিটনেস দিবস নিয়ে মন্ত্রণালয় বিবেচনা করবে। মেডিক্যাল ভর্তি পরীক্ষা আরো উন্নত করার জন্য পরীক্ষার খাতায় কোড ব্যবহার করার বিষয়টিও মন্ত্রণালয় বিবেচনা করবে।

অধিবেশনে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার, পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান । ইব্রাহিম মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. হুমায়ুন কবির, জনস্বাস্থ্য ইন্সটিটিউটের সাবেক পরিচালক ডা. জাফরউল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সকালে হেলদি ও বাংলাদেশ দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

বিজ্ঞাপন

এমসি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission