যশোরে বাস খাদে পড়ে নিহত ৫ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০৯ মে ২০১৭ , ০২:২৭ পিএম


যশোরে বাস খাদে পড়ে নিহত ৫ (ভিডিও)

যশোরের সাতমাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২৫ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা আরটিভি অনলাইনকে জানায়, মঙ্গলবার খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যশোর-ব-১১-০০৮৪) কুষ্টিয়া যাবার পথে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে কড়াই গাছে ধাক্কা খায়। এতে ৫ জন নিহত হন। আহত হন বাসের আরো ২৫ যাত্রী। 

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে যশোর হাসপাতালে পাঠায়। 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আর/এসএস 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission