তিনমাস অন্তর খেলাপি ঋণ আদায় জানবে কেন্দ্রীয় ব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৭ এপ্রিল ২০১৭ , ০৫:৪৫ পিএম


তিনমাস অন্তর খেলাপি ঋণ আদায় জানবে কেন্দ্রীয় ব্যাংক

প্রতি তিন মাস অন্তর ব্যাংকগুলোর ঋণ আদায় অগ্রগতি প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। এর মধ্যে খেলাপি ঋণ, আদায়কৃত ঋণ, ঋণ অবলোপন বিষয়ে প্রতিবেদন দাখিল করতে হবে। না হলে খেলাপি ঋণ জর্জরিত এমন ব্যাংকগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

সোমবার বাংলাদেশ ব্যাংককে ঋণ আদায়ে ব্যর্থ  ২০ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে জরুরি বৈঠকে এমন নির্দেশ দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সূর চৌধুরী।

তিনি বলেন, ব্যাংকগুলো যাতে হুমকির মধ্যে না পড়ে সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে এ সভার আয়োজন করা হয়। সভায় ব্যাংকগুলোর শ্রেণিকৃত ঋণ আদায়ের ওপর জোর দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

ব্যাংকগুলো হচ্ছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ওরি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, আইসিবি ইসলামি ব্যাংক, জনতা ব্যাংক, এবি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, রুপালী ব্যাংক, এনসিসি ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্মারস ব্যাংক, সিটি ব্যাংক, আল- আরাফাহ ইসলামী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক, ব্যাংক এশিয়া ও ব্যাংক অব সিলন।

এমসি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission