আসছে 'গুল-বাহার'

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১৫ এপ্রিল ২০১৭ , ০৬:০৭ পিএম


আসছে 'গুল-বাহার'

রোববার থেকে জনপ্রিয় টেলিভিশন আরটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক 'গুল-বাহার'।

বিজ্ঞাপন

মাতিয়া বানু শুকু’র রচনা ও এহসান এলাহী বাপ্পী পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৭টা ৩৫ মিনিটে।

নাটকে অভিনয় করেছেন, দিলারা জামান. শর্মিলী আহমেদ, আল মামুন, ইন্তেখাব দিনার, অর্পণা ঘোষ, দীপা খন্দকার, সাঈদ বাবু, ইরফান সাজ্জাদ, করভি মিজান, এলেন শুভ্র মুনিয়া, মারজুক রাসেল, বাপ্পি আশরাফসহ আরো অনেকে।

বিজ্ঞাপন

নাটকে দেখা যাবে, গুলবাহার তার নাম নয়। বাবা-মায়ের আকিকা দিয়ে রাখা নাম নওরিন হোসেইন হারিয়ে গেছে এই নামের আড়ালে।

ছোটবেলা থেকেই নওরিন ছটফটে বেশি কথা বলা মেয়ে। বাবা-মা আর বড় দুই ভাইয়ের কাছে সে যেন খেলার পুতুল। 

কল্পনা বিলাসিতা থেকে বানিয়ে বানিয়ে মিষ্টি গল্প করে, সেগুলো অন্যরা খুব উপভোগ করে। বানিয়ে বলা থেকে তার হয় মিথ্যা বলার প্রবণতা।

বিজ্ঞাপন

গুল মারার ওস্তাদ হয়েছে বলে ভাইয়রা তাকে গুলবাহার ডাকতে শুরু করে। ধীরে ধীরে এ নামটাই তার নাম হয়ে যায়। সে গুলবাহার।

বিজ্ঞাপন

গুল-বাহারের মিথ্যা আর বানিয়ে বলা গল্পের বাহারে পরিবারকে নানা ঝামেলায় পড়তে হয়। একই সঙ্গে ঘটে নানা মজার ঘটনা। 

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission