ঢালিউড অন্দরমহল

বাঁচবেন একজনই!

এ এইচ মুরাদ

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭ , ০৮:১৫ পিএম


বাঁচবেন একজনই!

সায়মন তারিক পরিচালিত 'ক্রাইম রোড' ছবিটি মুক্তি পাচ্ছে শুক্রবার (২৪ মার্চ)। আনিসুর রহমান মিলন, শায়লা সাবি, শাহরিয়াজ ও বিপাশা কবির অভিনীত ছবিটি দেশের ৭৮টি প্রেক্ষাগৃহ একযোগে মুক্তি দেয়া হবে। 

বিজ্ঞাপন

সাইমন তারিক আরটিভি অনলাইনকে বলেন, এ ছবিতে অপরাধ জগতের ভয়ঙ্কর সব কর্মকাণ্ড ফুটিয়ে তোলা হয়েছে।

অভাবে বা বিপদে পড়ে তরুণরা কীভাবে বিপথগামী হয় সেটাও দেখানো হবে। এসব থেকে বেরিয়ে আসার পথও দর্শকদের সামনে তুলে ধরা হবে।

বিজ্ঞাপন

ছবির অভিনেতা-অভিনেত্রীরা এসব অপরাধের সঙ্গে জড়ান। কি হবে তাদের পরিণতি? তারা কি বেরিয়ে আসতে পারবেন আলোর পথে? এমন অনেক প্রশ্নই ট্রেইলার দেখার পর দর্শকদের মনে দানা বেঁধেছে। 

জানা গেছে, এ ছবির সব শিল্পীই ছবির গল্পে নিহত হবেন। বেঁচে থাকবেন কেবল আনিসুর রহমান মিলন! তাকেও খুন করে ফেলার পরিকল্পনা এঁটেছিলেন পরিচালক! কিন্তু নায়কের মৃত্যু সিনেমাপ্রেমিরা সহজে মেনে নিতে পারেন না। তাই নাকি মিলনকে এ যাত্রায় বাঁচিয়ে দেয়া হয়েছে।

অন্যদিকে, শোনা যাচ্ছে 'ক্রাইম রোড' ছবির সিক্যুয়েল বানাবেন পরিচালক সায়মন তারিক। আর সে কারণেই নায়ককে বাঁচিয়ে রাখা! 

বিজ্ঞাপন

শরীফ চৌধুরী প্রযোজিত ছবিটি মুক্তি পাচ্ছে সনি মুভিজ ইন্টারন্যাশনালের ব্যানারে।

বিজ্ঞাপন

এইচএম/এসজে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission