জন্মদিনে ছোট ছেলের বিয়ের খবর দিলেন আসিফ আকবর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ মে ২০২৫ , ০৬:৪৭ পিএম


জন্মদিনে ছোট ছেলের বিয়ের খবর দিলেন আসিফ আকবর
ছবি: সংগৃহীত

বাংলা গানের যুবরাজ খ্যাত দেশীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র আসিফ আকবর। গান নিয়েই সর্বক্ষণ যার বসবাস। গানই যার প্রাণ। গানের পাশাপাশি পরিবার নিয়েও বেশ সচেতন তিনি। বছর আড়াই হলো বড় ছেলে শাফকাত আসিফ রণকে বিয়ে করিয়েছেন এই সংগীতশিল্পী। এবার ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্রর বিয়ের খবর দিলেন গায়ক।

বিজ্ঞাপন

500741061_1282143276603597_7716434416030235839_n

মঙ্গলবার (২৭ মে) নিজের ফেসবুকে ছোট ছেলের ছবি প্রকাশ করে আসিফ লিখেন, আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র। একটু ভুলে যাওয়া রোগ আছে, এমনিতে ইউনিক একটা ছেলে। মুহূর্তেই মানুষের ভালোবাসা অর্জনের বিরল যোগ‍্যতা তার রয়েছে। নর্থ-সাউথ ভার্সিটি থেকে স্টাডি শেষ করে এখন বিজনেস করার চেষ্টায় আছে, প্রশিক্ষণ নিচ্ছে। সে ভালো একজন ফুটবলার, ক‍্যারিয়ার সেদিকে নিয়ে যায়নি।

বিজ্ঞাপন

Capture

এরপর লেখেন, রুদ্র ২৬ বছরে পদার্পণ করল আজ। সেই সাথে এটিই তার শেষ স্বাধীন বসন্ত, আগামী ডিসেম্বরেই সে শহীদ হতে যাচ্ছে। বিয়ে-শাদির সমস্ত আয়োজন সম্পন্ন। আংটি বদল হয়েছে জানুয়ারিতে, পাবলিকলি জানানোর অনুমতি ছিল না। এবারের গন্তব‍্য ‘দ্য ব্রাহ্মণবাড়িয়া’ জেলা, এর বেশি কিছু বলা যাচ্ছে না। 

সবশেষে ছেলের জন্য দোয়া চেয়ে গায়ক লিখেছেন, আজ রুদ্রর শুভ জন্মদিন। সবার কাছে আমার ছেলের সরল এবং সুন্দর ভবিষ‍্যতের জন‍্য দোয়া চাই। শুভ জন্মদিন বাবা, আনন্দে বাঁচো।

বিজ্ঞাপন

আরটিভি/এএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission