‘কেরালা স্টোরি’ জাতীয় পুরস্কার পাওয়ায় ক্ষুব্ধ কেরালার মুখ্যমন্ত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০২ আগস্ট ২০২৫ , ০৪:০২ পিএম


‘কেরালা স্টোরি’ জাতীয় পুরস্কার পাওয়ায় ক্ষুব্ধ কেরালার মুখ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

সন্ত্রাসবাদের গল্প নিয়ে দুই বছর আগে মুক্তি পাওয়া ‘দ্য কেরালা স্টোরি’। সিনেমাটি নিয়ে সেই সময় ব্যাপক বিতর্ক তৈরি হয়। অনেকেই মনে করেছিলেন, সিনেমাটি তরুণ সমাজ সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি করবে। এত কিছুর পরও যখন সুদীপ্ত সেন পরিচালিত এই ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়, তখন আরও একবার ছবিটি নিয়ে নিজের মন্তব্য প্রকাশ করেন কেরালার মুখ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

ছবিটিতে বেশ কয়েকজন তরুণীদের দেখানো হয়েছিল যারা প্রেমের জালে ফেঁসে, মুসলিম ধর্ম গ্রহণ করেছিল। পরবর্তীকালে তারা বেছে নেয় জঙ্গি জীবন। ছবিটি মুক্তির পর গল্পের বিষয়বস্তু নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছিলেন। বাংলাতেও এই ছবিটি বন্ধের দাবি জানানো হয়েছিল। যদিও পরবর্তীকালে আইনি জট কাটিয়ে এই ছবিটি মুক্তি পেয়েছিল গোটা ভারতবর্ষজুড়ে।
 
এবার ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেই ছবিটি সেরা পরিচালক ও সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতে নিয়েছে। তবে সিনেমাটি জাতীয় পুরস্কার পেতেই কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রকাশ করেন। 

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মুখ্যমন্ত্রী  লেখেন, এই সিনেমাটি খুব স্পষ্টভাবে কেরালার ভাবমূর্তি নষ্ট করেছে। এই রাজ্যে শিক্ষার আলো যথেষ্ট পর্যাপ্ত।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেন, সিনেমায় কেরালার তরুণ সমাজকে যেভাবে দেখানো হয়েছে তা পুরোপুরি ভ্রান্ত। রাজ্যে ধর্মীয় পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এই সিনেমাকে যারা পুরস্কৃত করেছেন, তারা নিশ্চিতভাবে সংঘ পরিবারকে খুশি করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

মুখ্যমন্ত্রী ছাড়াও এই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে লেখেন, জাতীয় পুরস্কার নয়, বরং এই সিনেমাটিকে আবর্জনার স্তূপে ফেলে দেওয়া উচিত।
এই ছবিটি কেরালার ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করেছে। কেরালা কখনোই এই অপমান মেনে নেবে না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission