পিএসসি সংস্কারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

আরটিভি নিউজ  

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ০১:১২ এএম


পিএসসি সংস্কারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

‘পিএসসি সংস্কার’ প্রসঙ্গে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে দুই দফা দাবি উত্থাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

সোমবার (২৮ জুলাই) রাতে ‘পিএসসি সংস্কার ও চাকরিতে রাজনৈতিক পরিচয়ে নিয়োগের পাঁয়তারা বন্ধের’ দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে এই আলটিমেটাম দেন তারা।  

সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম বলেন, গত ফ্যাসিবাদী ১৬ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আওয়ামীকরণ করা হয়েছিল। স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠান দলীয়করণই যথেষ্ট। আমরা দেখতে পাই, আবারও একটি দল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। 

বিজ্ঞাপন

হাসিবুল ইসলাম আরও বলেন, সরকারি চাকরিতে কোনো দলের কিংবা মতের সুপারিশকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও স্বতন্ত্রভাবে চলতে দিতে হবে। রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

গণতান্ত্রিক ছাত্র সংসদের বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র রাফিয়া রেহনুমা বলেন, আগামীর বাংলাদেশে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, তারা যেন কোনোভাবেই সরকারি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে অবৈধভাবে রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠিত করতে না পারে, সে জন্য দলমত–নির্বিশেষে জনগণকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

দাবি উত্থাপন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী সিরাজুল সালেহীন তিনি বলেন, আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আমাদের দুটি দাবি জানাচ্ছি। এক. পিএসসিসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ, সুপারিশ ও রাজনৈতিক নিয়োগ বন্ধ করতে হবে। দুই. পিএসসিসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে একটি স্বতন্ত্র কমিটি থাকবে।

বিজ্ঞাপন

দাবি পূরণ না হলে অবরোধ ও ব্লকেডের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission