জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং অনবদ্য ভূমিকা এবং শহীদদের স্মরণে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে পালিত হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে। আয়োজনে ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট এলায়েন্স অব বাংলাদেশ (পুসাব)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের ১২টি শহীদ পরিবারের সদস্য, প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি ডা.নসরুল কাদির, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্টার ওবায়েদউল্লাহ হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাবেক আমির ও লোহাগড়া-সাতকানীয়া আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম ৬ (রাউজান) এর সাবেক সাংসদ গোলাম আকবর খোন্দকার, ও তার ছেলে ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার, বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, জামায়াতে ইসলামীর চট্রগ্রাম-৪ (সীতাকুন্ড) সংসদীয় আসন পদপ্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম-৯ সংসদীয় আসন পদপ্রার্থী ডা. ফজলুল হক।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষে দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক জুবায়েরুল হাসান আরিফ, যুগ্ম আহবায়ক আশরাফ মাহাদি, কেন্দ্রীয় সদস্য জুবায়েরুল আলম মানিক, হেফজতে ইসলাম বাংলাদেশের পক্ষে দলটির যুগ্ম মহাসচিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর পক্ষে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে মুফতি হারুন ইজহার বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, দেশের ইতিহাসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বরাবরই আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা রেখেছে। গণঅভ্যুত্থান ও রাষ্ট্রীয় জুলুমের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান আজ স্বীকৃত। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পুসাবের কেন্দ্রীয় সদস্য তানজিদ রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুসাব চট্টগ্রাম জোনের ফ্যাসিলিয়েটর মাসরুর আনোয়ার চৌধুরী।
আরটিভি/এএএ