সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নোটিশ ভাইরাল হয়। যেখানে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজের শিক্ষকদের টিউশনি ও প্রাইভেট ব্যাচ পরিচালনার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। তবে বিষয়টিকে ভুয়া বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো নির্দেশনাটি সম্পূর্ণ ভুয়া। জাতীয় বিশ্ববিদ্যালয় এ ধরনের কোনো চিঠি ইস্যু করেনি।
ভাইরাল হওয়া নোটিশে দাবি করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিউশনি, কোচিং বা প্রাইভেট ব্যাচে পাঠদান করতে পারবেন না।
এতে আরও বলা হয়, শিক্ষকদের এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী আচরণবিধি, জাতীয় শিক্ষানীতি, শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালার পরিপন্থি।
তবে নোটিশটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা করতে দেখা যায় শিক্ষার্থীদের।
আরটিভি/এসআর