রংপুর ক্যাডেট কলেজ বরাবরের মতো দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি- ২০২৫ পরীক্ষায় ঈর্ষনীয় ফলাফল অর্জন করেছে। বিজ্ঞান বিভাগ থেকে মোট ৪৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সবাই জিপিএ ৫.০০ ফলাফল অর্জন করে।
বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল প্রকাশের পরই রংপুর ক্যাডেট কলেজে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এসএসসি পরীক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করায় কলেজের অধ্যক্ষ তাদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তা প্রদান করেন।
রংপুর ক্যাডেট কলেজের এই ধারাবাহিক সাফল্যের পেছনে সেনাসদরের দিকনির্দেশনা, কলেজ অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধান, শিক্ষকমণ্ডলীর ঐকান্তিক প্রচেষ্টা এবং অভিভাবকবৃন্দের সহযোগিতা বিশেষভাবে ভূমিকা পালন করে আসছে।
কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. মতিউল ইসলাম মন্ডল, পিএসসি, আর্টিলারি বলেন, ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশ, গঠনমূলক অনুশাসন এবং শিক্ষক-কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি এই ভালো ফলাফলের অন্যতম অনুষঙ্গ।
তিনি আরও বলেন, ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে সমান গুরুত্ব প্রদান করা হয়। ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে সহশিক্ষামূলক কার্যক্রম বিশেষ ভূমিকা পালন করে।
আরটিভি/এসআর