ভারতে বিমান বিধ্বস্ত, বোয়িংয়ের শেয়ারে ধস 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ০৫:২২ এএম


ভারতে বিমান বিধ্বস্ত, বোয়িংয়ের শেয়ারে ধস 
প্রতীকী ছবি

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার জেরে বোয়িংয়ের শেয়ারবাজারে ধস নেমেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ জুন) রাতের মধ্যে শেয়ারবাজারে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ারের দর প্রায় ৫ শতাংশ কমে যায়। এতে নতুন করে বোয়িংয়ের নিরাপত্তা ইমেজকে প্রশ্নবিদ্ধ করেছে।  

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বোয়িং এই মুহূর্তে প্যারিস এয়ার শো সামনে রেখে প্রস্তুতি নিচ্ছিল এবং মে মাসে উৎপাদনের নির্ধারিত লক্ষ্যও অর্জন করেছিল। পাশাপাশি বেশ কিছু নতুন অর্ডার পেয়েও ছিল। এই প্রেক্ষাপটে ভারতের দুর্ঘটনাটি তাদের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় বোয়িং এক বিবৃতিতে জানিয়েছে, তারা দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য হাতে পেয়েছে এবং বিস্তারিত তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। 

বিশেষজ্ঞরা বলছেন, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দীর্ঘপাল্লার আধুনিক যাত্রীবাহী বিমানের মধ্যে অন্যতম হিসেবে পরিচিত এবং এর নিরাপত্তা রেকর্ডও ছিল প্রশংসনীয়। তবে এই দুর্ঘটনা তার দীর্ঘদিনের সুনামকে মারাত্মকভাবে আঘাত করেছে। এর আগে ২০১৩ সালে কিছু ব্যাটারি সংক্রান্ত সমস্যায় সাময়িকভাবে উড়ান স্থগিত থাকলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

এর আগে, দুপুরে ভারতের আহমেদাবাদে স্মরণকালের এ ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন।  এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের ওই বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। বিমানটি আছড়ে পড়ে আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে, যেখানে আরও অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে আছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। মোট মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কারণ উদ্ধারকর্মীরা পোড়া বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে মৃতদেহ উদ্ধারের কাজ এখনো চালিয়ে যাচ্ছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী এখনো আইসিইউতে চিকিৎসাধীন। 

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission