বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ০৯:৪৪ পিএম


বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন
বিজিএমইএ নির্বাচন কেন্দ্র। ছবি: সংগৃহীত

দেশের অন্যতম রপ্তানি পণ্য তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

বিজিএমইএ সূত্র জানিয়েছে, আজ ঢাকা ও চট্টগ্রামের ভোটকেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। 

বিজিএমইএ’র একজন কর্মকর্তা জানিয়েছেন, ঢাকায় রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ১ হাজার ৫৬১ জন এবং চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেল কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ৩০৩ জন। উভয় কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। ঢাকার ভোটকেন্দ্রে  ভোট পড়েছে ৮৮ দশমিক ২১ শতাংশ  এবং চট্টগ্রাম কেন্দ্রে ৮৩ দশমিক ৮৩ শতাংশ।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে ফোরাম এবং সম্মিলিত পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। ফোরাম প্যানেলের নেতৃত্ব দেন মাহমুদ হাসান খান বাবু, আর সম্মিলিত পরিষদ প্যানেলের নেতৃত্ব দেন মো. আবুল কালাম।

বিজিএমইএ এবারের নির্বাচনে ভোটাররা ৩৫ জন পরিচালক নির্বাচিত করেন। পরবর্তীতে, নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে সভাপতি, সহ-সভাপতি এবং অন্যান্য পদে মনোনীত  হবেন।

প্রসঙ্গত, বিজিএমইএ’র সর্বশেষ নির্বাচন গত বছরের ৯ মার্চ অনুষ্ঠিত হয়, যেখানে সম্মিলিত পরিষদ প্যানেল ৩৫টি পরিচালক পদে জয়লাভ করে এবং এসএম মান্নান কচি সভাপতি নির্বাচিত হন। তবে, ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এসএম মান্নান কচি পদত্যাগ করেন এবং বিজিএমইএর তৎকালীন সিনিয়র সহসভাপতি ডিজাইনটেক্স নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রফিকুল ইসলামকে সভাপতি করা হয়। পরবর্তীতে, অন্তর্বর্তী সরকার রপ্তানি প্রক্রিয়াকরণ ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে বিজিএমইএ প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। 

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission