নগদ ক্যাম্পেইনের উপহার বুঝে পেলেন ১৮ বিজয়ী

আরটিভি নিউজ

রোববার, ২৫ মে ২০২৫ , ০৭:৪০ পিএম


নগদ ক্যাম্পেইনের উপহার বুঝে পেলেন ১৮ বিজয়ী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ঈদ মেগা ক্যাম্পেইনে ঘণ্টায় ঘণ্টায় উপহার বুঝে পেতে শুরু করেছেন বিজয়ীরা।

বিজ্ঞাপন

সম্প্রতি নগদের প্রধান কার্যালয়ে এরকম ১৮ জন বিজয়ীর হাতে ফ্রিজ, স্মার্ট টিভি, স্মার্টফোনের মতো পুরস্কার তুলে দেয় কর্তৃপক্ষ। ‘নগদে জিতুন’ থিমে নগদের এই ঈদুল আজহা ক্যাম্পেইনে গ্রাহকেরা প্রতি ঘণ্টায় ডিপ ফ্রিজ, এসিসহ দামী দামী সব উপহার জিততে পারছেন।

নগদ অ্যাপ বা *১৬৭# ডায়াল করে মাত্র ৫০০ টাকার পেমেন্ট অথবা ১০০ টাকা মোবাইল রিচার্জ করে এই সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা। এ ছাড়া আছে অসংখ্য প্রতিষ্ঠানের আউটলেটে কেনাকাটায় ক্যাশব্যাক বা ক্যাশ ছাড়ের অফার। 

বিজ্ঞাপন

এই ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহকেরা অফলাইন পেমেন্ট, অনলাইন পেমেন্ট, বিল পেমেন্ট; যেকোনো পেমেন্ট করতে পারেন। প্রতিঘণ্টায় একজন গ্রাহক মোটরবাইক, স্মার্ট টিভি, ফ্রিজ, এসি, আইফোন, স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং এয়ারফোন জিততে পারছেন। 

নগদে পেমেন্ট করে ডিপ ফ্রিজ বিজয়ী শিক্ষার্থী সারা মেহরিন জুহিন উপহার হাতে পেয়ে বলেন, আমি আমার বিশ্ববিদ্যালয়ে বন্ধু ও জুনিয়রদের কাছে নগদের এই ক্যাম্পেইন সম্পর্কে জানতে পারি। আমিও এরপর থেকে নগদ ব্যবহার করে কয়েকবার রিচার্জ করেছি এবং পেমেন্ট করেছি। আর তারপর থেকে মাঝে মাঝেই নগদে জিতুন ট্যাবে ক্লিক করতাম। হঠাৎ দেখি আমি একটি ডিপ ফ্রিজ জিতেছি। খুবই ভালো লাগছে যে, এই ঈদের আগে নগদের কারণে এতো সুন্দর একটা উপহার পেলাম।

এছাড়াও নগদের প্রধান কার্যালয়ে মোহাম্মদ মোমতাজ উদ্দীন জিতেছেন একটি স্মার্ট টিভি, ফজলে এলাহী, তারেক নূর ও মেহেরুন্নেছা জিতেছেন একটি করে স্মার্টফোন এবং বিষ্ণু সরকার আকাশ, সোহেল রানা, রবিউল, মুরাদ শিকদার, শামীমা ইসলাম ও শাহরিয়ার মিলন জিতেছেন একটি করে ফ্রিজ। এর বাইরে অন্যান্য উপহার বিজয়ীদের ঠিকানায় কোরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। 

বিজ্ঞাপন

ঈদুল আজহার আগ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন, প্রতিঘণ্টায় এমন আকর্ষণীয় আরও অনেক উপহার জেতার সুযোগ পাবেন গ্রাহকেরা।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission