‘ব্রেক্সিটের নেতিবাচক প্রভাব পড়বে না’

বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬ , ০৬:১৫ পিএম


‘ব্রেক্সিটের নেতিবাচক প্রভাব পড়বে না’

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে গেলে (ব্রেক্সিট) দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না। বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বিজ্ঞাপন

বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী এমপি’র সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য।পদ্মা সেতু থেকে পায়রা বন্দর পর্যন্ত রেল সংযোগ প্রকল্পে ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগের জন্য এমওইউ’ও সই করেছে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, বাংলাদেশের চলমান বিনিয়োগ পলিসির প্রতি আগ্রহ দেখিয়েছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০ স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে যুক্তরাজ্য। তারা চাইলে যে কোন একটি জোন বরাদ্দ করা হবে।

বাণিজ্য দূত রুশনারা আলী বলেন, বাংলাদেশ যুক্তরাজ্যের ঘনিষ্ঠ  ব্যবসায়িক ও উন্নয়ন অংশীদার। বাংলাদেশের তৈরি পোশাক যুক্তরাজ্যে বেশ জনপ্রিয়। দেশের চলমান উন্নয়নে যুক্তরাজ্য খুশি। সেখানকার ব্যবসায়িরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। একটি রেল সংযোগ প্রকল্পে ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আরো বিনিয়োগের প্রচেষ্টা চলছে।

বিজ্ঞাপন

এদিকে সকালে রাজধানীর একটি হোটেলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) প্রতিনিধিদের সাথে বৈঠককালে দূত রুশনারা আলী বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের বাণিজ্য সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না। বাংলাদেশ এবং দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক অনেক দৃঢ় হয়েছে।তিনি জলবায়ু ইস্যুতে  কাজ করারও আগ্রহ জানান। 

বিজ্ঞাপন

এমসি/ এসজেড

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission