বিনিয়োগকারীদের জন্য বিডার নতুন ওয়েবসাইট চালু

আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ০১:০৫ পিএম


বিনিয়োগকারীদের জন্য বিডার নতুন ওয়েবসাইট চালু
ছবি: সংগৃহীত

বিনিয়োগকারীদের জন্য নতুনভাবে নকশা করা একটি আধুনিক ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে চালু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। ওয়েবসাইট পুনর্বিন্যাসের পাশাপাশি বিডার লোগোটিও নতুনভাবে রূপায়ণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) নতুন এই ওয়েবসাইটটি উদ্বোধন করা হয়।

ওয়েবসাইটটি বিনিয়োগকারীদের অভিজ্ঞতা উন্নত করতে এবং দেশের বিনিয়োগ পরিবেশকে আরও সহজতর ও তথ্যভিত্তিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিডা। এ ছাড়া নতুন প্ল্যাটফর্মে বিডার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) হিটম্যাপে চিহ্নিত বিনিয়োগের সম্ভাবনাময় খাতগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ওয়েবসাইটটিতে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ সেবা, নীতিগত দিক-নির্দেশনা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থার নির্ধারিত ফোকাল পয়েন্টদের হালনাগাদ তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে বিডার হেড অব বিজনেস ডিপার্টমেন্টের নাহিয়ান রহমান রচি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সাধারণত কোনো দেশে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়ার আগে সেই দেশের বিনিয়োগ সংস্থার ওয়েবসাইট পর্যালোচনা করে সম্ভাব্য খাতগুলো শর্টলিস্ট করেন। তাই, তথ্যভিত্তিক, সুসংগঠিত এবং বিনিয়োগবান্ধব ওয়েবসাইট একটি দেশের বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিডার নতুন ওয়েবসাইট এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে একজন বিনিয়োগকারী সুযোগ খোঁজা থেকে শুরু করে বাজার বিশ্লেষণ এবং সফল বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে প্রয়োজনীয় তথ্য ও সংযোগ পেতে পারেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বিডার পুরোনো ওয়েবসাইটটি ছিল একটি সাধারণ সরকারি পোর্টালের মতো। এটি সক্রিয়ভাবে বিনিয়োগ সহায়তা দেয়ার জন্য উপযুক্ত ছিল না। নতুন ওয়েবসাইটটি কৌশলগত দৃষ্টিভঙ্গিতে বিনিয়োগকারী-কেন্দ্রিক সেবা মডেলের ভিত্তিতে গড়ে তোলা হয়েছে, যা আমাদের আধুনিক ও কার্যকর বিনিয়োগ পরিবেশ গঠনের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

তিনি জানান, এই রূপান্তরের বিষয়টি কৌশলগত বিনিয়োগকারী ও অংশীদারদের জানানো হচ্ছে, যাতে তারা বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারেন।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission