বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ০৮:৩৫ পিএম


বিশ্ববাজারে স্বর্ণের  বড় দরপতন
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র-চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ অনেকটাই প্রশমিত হয়ে এসেছে; মার্কিন ডলারের মান নিয়ে সৃষ্ট অস্থিরতাও এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এর প্রভাব পড়েছে স্বর্ণের বাজারেও। গত ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে মূল্যবান ধাতুটির দাম। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ডলার সূচক (ডিএক্সওয়াই) ০.৩ শতাংশ বেড়েছে। এ ছাড়া, বাণিজ্য উত্তেজনা কমতে শুরু করায় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কিছুটা কমেছে স্বর্ণের চাহিদা। এ অবস্থায় গত ২২ এপ্রিল ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর বৃহস্পতিবার (১ মে) স্পট মার্কেটে কমেছে স্বর্ণের দাম। 

বিজ্ঞাপন

এ মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ২২২ দশমিক ৬৬ ডলারে (প্রতি ডলার সমান ১২২ টাকা ধরে ৩ লাখ ৯৩ হাজার ১৫৬ টাকা) নেমে এসেছে। এ হিসেবে প্রতি ভরি স্বর্ণের দাম এখন প্রায় ১ লাখ ৬১ হাজার ৮০০ টাকা। 

অন্যদিকে ফিউচার মার্কেটে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ২৩০ দশমিক ৮০ ডলারে বেচাকেনা হচ্ছে আজ বৃহস্পতিবার।

এ ব্যাপারে ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাওনোভো বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শিগগিরই বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে পারে, যার ফলে শুল্ক কমে যাবে। এর ফলেই মূলত স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাচ্ছে এবং তারা ঝুঁকি গ্রহণের দিকে এগিয়ে যাচ্ছেন। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত বুধবার (৩০ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি হতে পারে এবং চীনের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা অত্যন্ত ভালো। চীনের সঙ্গে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে আলোচনাও শুরু করেছে যুক্তরাষ্ট্র, যা বাজারে নতুন আশা জাগিয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের মাইলফলক ছুঁয়েছিল।

এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও, বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে ভবিষ্যতে যদি কোনো নতুন অর্থনৈতিক সংকট বা আন্তর্জাতিক অস্থিরতা দেখা দেয়, তবে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission