ভিয়েতনাম থেকে আমদানি করা চালের তৃতীয় চালান চট্টগ্রাম সমুদ্রবন্দরে পৌঁছেছে।
শনিবার সকালে ২১ হাজার ৩শ’ টন চাল নিয়ে ভিয়েতনামের জাহাজ ‘বিএমসি ক্যাথেরিন’ বন্দরে পৌঁছায়।
খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, ২১ হাজার ৩শ’টন চাল নিয়ে ভিয়েতনাম থেকে আসা জাহাজটি বর্তমানে বন্দরের বর্হিনোঙরে অবস্থান করছে।
তিনি আরো বলেন, বৈরি আবহাওয়ার কারণে প্রথম চালানে আসা ২০ হাজার মেট্রিক টন ও দ্বিতীয় চালানে আসা ২৭ হাজার মেট্রিক টন চাল এখনো খালাস করা সম্ভব হয়নি।
ভিয়েতনাম থেকে ৩টি চালানে মোট ৬৮ হাজার ৩শ’ টন চাল দেশে পৌঁছাল। পর্যায়ক্রমে চালগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে।
গেলো মাসে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দরপত্র ছাড়াই সরকারি পর্যায়ে এই চাল আমদানির অনুমতি দেয়। এর মধ্যে প্রতি মেট্রিক টন ৪৭০ মার্কিন ডলার দরে ৫০ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৪৩০ মার্কিন ডলার দরে দুই লাখ মেট্রিক টন আতপ চাল আমদানি করা হবে।
জেবি/জেএইচ