কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির করোনা আক্রান্ত

আরটিভি নিউজ

বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২ , ০৯:৩৮ পিএম


কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির করোনা আক্রান্ত
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (৩০ জানুয়ারি) থেকে তিনি হোম অফিস করছেন। কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, গভর্নরসহ তার বাসায় একাধিক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত। তিনি গত রবিবার থেকে হোম অফিস করছেন। করোনা পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত তিনি বাসায়ই অবস্থান করবেন।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছাড়াও ডেপুটি গভর্নর আহমেদ জামালসহ প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে হোম অফিস করছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে অর্ধেক জনবল দিয়ে ব্যাংক চালাতে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯-এর বিস্তার রোধকল্পে সরকারের দেয়া বিধি-নিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ ক‌রে রোস্টারিংয়ের মাধ্যমে অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। তবে আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে প্রয়োজনের নিরিখে স্বীয় বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নি‌তে পারবে।

মোজই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission