গান গেয়েই তার বিশ্বজয়। আর এবার গান চুরির অভিযোগ উঠলো সেই বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী শাকিরার বিরুদ্ধে। কলম্বিয়ার গ্র্যামিজয়ী গায়ক কার্লোস ভাইভসকে সঙ্গে নিয়ে গাওয়া 'লা বিসিক্লেতা' (দ্য বাইক) গানের একটি লাইন নাকি হুবহু নকল!
গেলো বছর লাতিন গ্র্যামি পুরস্কার জেতে গানটি। সঙ্গীতশিল্পী লিভান রাফায়েল কাস্তেলানোসের 'ইও তে কুইয়েরো তান্তো' (আই লাভ ইউ সো মাচ) গানের একটি লাইন চুরির অভিযোগ উঠেছে শাকিরা-ভাইভসের বিরুদ্ধে।
লিভানের দাবি ১৯৯৭ সালে গানটি প্রকাশ হয়। দশ বছর আগেই গানটি লেখা।
'ওয়াকা ওয়াকা' খ্যাত গায়িকা শাকিরা এখন স্পেনে থাকেন।
জানা গেছে, ওই দেশের আদালতে তার বিরুদ্ধে গানের কথা চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে গান দু'টোর মধ্যে মেলোডি ও কোরাস লাইনের সাদৃশ্য থাকার দিকটিকে প্রাধান্য দেয়া হয়েছে।
এর আগে ২০১৪ সালে শাকিরা স্প্যানিশ ভাষার একটি গানে কপিরাইট আইন লঙ্ঘন করেছেন বলে যুক্তরাষ্ট্রের একটি আদালত রায় দিয়েছেন।
ডমিনিকান লেখক অরিয়াস ভাজকুয়েসের গান থেকে শাকিরার 'লোকা' গানটি নকল করেছিলেন। ১৯৯০ দশকে 'লোকা কন সু তিগুইরা' নামে ভাজকুয়েস এ গানটি লেখেন।
তাছাড়া এ পপ তারকার বিরুদ্ধে ২০১০ সালে বিশ্বকাপে গাওয়া 'ওয়াকা ওয়াকা' গানটিও চুরি করা বলে অভিযোগ ওঠে।
এইচএম