শাহজালালে দুই কোটি টাকার সোনাসহ আটক ২

আরটিভি নিউজ

রোববার, ২০ জুলাই ২০২৫ , ১১:৩৮ এএম


শাহজালালে দুই কোটি টাকার সোনাসহ আটক ২
সংগৃহীত ছবি

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দেড় কেজি সোনার গয়নাসহ দুই ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। জব্দ করা সোনার বাজারমূল্য প্রায় ১ কোটি ৯২ লাখ টাকা।

বিজ্ঞাপন

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের আগমনী টার্মিনালের ক্যানোপি এলাকার মাঝামাঝি জায়গায় সন্দেহভাজন হিসেবে শরীফুল আলম ও মো. জুবায়েরকে আটক করে এপিবিএন।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার রাকিব হাসান ভূঁইয়া জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন একটি প্রাইভেট কারে পালানোর চেষ্টা করেন। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। সিটের নিচে থাকা টুলবক্স থেকে ১৩টি ছোট ব্যাগে রাখা ১ হাজার ৫৭৭ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিমানবন্দরের স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত এবং ‘রিসিভার’ হিসেবে কাজ করতেন বলে দাবি পুলিশের।

বিষয়টি নিশ্চিত করে এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, সম্প্রতি স্বর্ণ চোরাচালানের প্রবণতা বেড়েছে। এ ধরনের অপরাধ ঠেকাতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।

ঘটনার পর বিমানবন্দর থানায় আটক দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission