শাহজালাল থেকে ১৯টি আগ্নেয়াস্ত্র জব্দ

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭ , ০৪:৩৮ পিএম


শাহজালাল থেকে ১৯টি আগ্নেয়াস্ত্র জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারো আমদানি নিষিদ্ধ ১৯টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

বিজ্ঞাপন

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান এ তথ্য নিশ্চিত করে জানান, বিমানবন্দরের ফ্রেইট ইউনিটে মঙ্গলবার আবারো ১৯টি আমদানি নিষিদ্ধ পিস্তল জব্দ করা হয়েছে।

এর আগে গেলো ৯ জুলাই ২টি পিস্তল জব্দ করা হয়। এই অস্ত্রের আমদানিকারক মেসার্স ইমরান আর্মস অ্যান্ড কোম্পানি। এক চালানে ইতালি থেকে মোট ৫৮টি অস্ত্র নিয়ে আসে এই আমদানিকারক।

বিজ্ঞাপন

আমদানিনীতি আদেশ অনুযায়ী পুরানো ও অকার্যকর অস্ত্র আনার ওপরে নিষেধাজ্ঞা রয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তাদের অস্ত্র বিশেষজ্ঞরা আজকের অস্ত্র পরীক্ষার সময় উপস্থিত ছিলেন।

অস্ত্র পরীক্ষায় দেখা যায়, ১৯টি অস্ত্র পুরানো ও ফ্যাব্রিকেটেড। একইসঙ্গে এসব অস্ত্রের অধিকাংশের বডির বিভিন্ন অংশের গায়ে খোদাই করা মুদ্রিত ইউনিক নম্বর ভিন্ন ভিন্ন। এই অনিয়মের কারণে শুল্ক আইনের বিধান অনুসারে আজকেরসহ মোট ২১টি অস্ত্র জব্দ হলো।

এগুলোর মধ্যে ওয়ালথার পিপি ১৬টি এবং বাকি ৫টি এইচকেফোর ব্র্যান্ডের। এ অস্ত্রগুলোর বিষয়ে শুল্ক গোয়েন্দাদের পক্ষ থেকে তদন্ত করা হবে বলেও জানান মহাপরিচালক মইনুল খান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission