রানা প্লাজার মালিকসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২১ মে ২০১৭ , ০৪:১২ পিএম


রানা প্লাজার মালিকসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন (ভিডিও)

রানা প্লাজা ভবন নির্মাণ সংক্রান্ত দুর্নীতির মামলায় সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার ঢাকার বিভাগীয় বিশেষ বিচারক আতোয়ার রহমান এ আদেশ দেন।

গেলো ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জন নিহত হন। আহত হন ১ হাজার ৫২৪ জন। তাদের মধ্যে গুরুতর আহত হন ৮৪৪ জন। নিহত শ্রমিকদের মধ্যে লাশ শনাক্ত হয়নি ২৯১ জনের। আগামী ৫ জুলাই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন আদালত। এর আগে এই মামলার অভিযোগপত্রভুক্ত ১০ জনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। বাকি ছয়জনকে আদালত অব্যাহতি দেন।

বিজ্ঞাপন

অভিযোগপত্রভুক্তরা হলেন, সোহেল রানার বাবা আব্দুল খালেক, মা মর্জিনা বেগম, সোহেল রানা, রেফায়েতউল্লাহ, উত্তম কুমার রায়, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, রফিকুল হাসান, ফারজানা ইসলাম ও আব্দুল মুত্তালিব।

অভিযোগপত্র থেকে যারা অব্যাহতি পেয়েছেন তারা হলেন, আলী খান, এটিএম মাসুদ রেজা, সাজ্জাদ হোসেন, মর্জিনা বেগম, আবুল বাশার ও আমিনুল ইসলাম। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হলো।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission