মশা নিধনে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে: ডিএনসিসি মেয়র

গোপালগঞ্জ প্রতিনিধি

শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০ , ০৫:৪৭ পিএম


মশা নিধন পদক্ষেপ ডিএনসিসি মেয়র
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মেয়র মো. আতিকুল ইসলামের শ্রদ্ধা, ছবি: সংগৃহীত

মশা নিধনে এখন থেকেই কার্যকরী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম।

বিজ্ঞাপন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে ‘মশা যেন ভোট না খেয়ে ফেলে’ এমন এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম আরও বলেন, পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও উন্নত ঢাকা করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে নগরবাসীর সেবায় কাজ করে যাব।

বিজ্ঞাপন

এ সময় ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission