সড়ক দুর্ঘটনায় নিহত কালধারার প্রকাশক নিপু

আরটিভি নিউজ

শনিবার, ০২ আগস্ট ২০২৫ , ০৭:২৬ পিএম


সড়ক দুর্ঘটনায় নিহত কালধারার প্রকাশক নিপু
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লেখক, গবেষক, সাংস্কৃতিক সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু।

বিজ্ঞাপন

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে, শুক্রবার (১ আগস্ট) রাতে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মহিউদ্দিন শাহ আলম নিপু। তিনি মিরসরাই উপজেলার মিরসরাই সদর (৯ নম্বর) ইউনিয়নের জোড়পুনি গ্রামের কাদির বক্স ভূঁইয়া বাড়ির মৃত মোহাম্মদ ওয়াজি উল্লাহর ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শেষে রিকশাযোগে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে দ্রুতগতির মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত শাহ আলম নিপুর ছেলে নাফিজ সাদেকিন বলেন, বাবা ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান। শনিবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদে প্রথম জানাজা এবং রোববার (৩ আগস্ট) সকাল ১১টায় গ্রামের বাড়ি মিরসরাইয়ের মিঠাছরা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শাহ আলম নিপু ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সভাপতি, মিরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রামের উপদেষ্টা, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি, আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের সাবেক গভর্নর, মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের উপদেষ্টা, কালধারার প্রকাশক।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission