নওগাঁ কর আইনজীবী সমিতির সাধারণ সভায় নতুন কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০২ আগস্ট ২০২৫ , ০৫:২৩ পিএম


  নওগাঁ কর আইনজীবী সমিতির সাধারণ সভায় নতুন কমিটি গঠন
ছবি: আরটিভি

দীর্ঘ ২২ বছর পর নওগাঁ কর আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় নতুন কমিটি গঠন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সাধারণ সভা শেষে ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। 

বিজ্ঞাপন

শনিবার (২ আগস্ট) সভাটি শহরের বইট্টি এলাকার একটি রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি এবং মোস্তফা মাহাবুবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 

বিজ্ঞাপন

আলোচনায় বক্তারা বলেন, কর আইনজীবী সমিতি দেশের রাজস্ব ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার। এ কারণে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর রাখতে হলে প্রয়োজন দক্ষ নেতৃত্ব, ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সু-সমন্বয়।বক্তারা আরও বলেন, কর আইনজীবী সমিতি শুধু সদস্যদের পেশাগত স্বার্থেই কাজ করবে না, বরং দেশের কর আদায় ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এজন্য সমিতিকে একটি শক্তিশালী রূপে গড়ে তুলতে হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত কমিটির মাধ্যমে সমিতি আরও কার্যকর ভূমিকা পালন করবে।

এ সময় আবু রশিদ মো. রফিক মান্নান, নাজমুল ইসলাম কবিরাজ, মোজাম্মেল হক, জাফরুল ইসলাম, মুকুল চন্দ্র কবিরাজ, মিনহাজুল ইসলাম, মনসুর আলী, জাকারিয়া হোসেন, মাহানুল ইসলাম, আবু তাহের মুহাম্মদ সেলিম, এনামুল হকসহ সমিতির অসংখ্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির নেতৃত্বে সমিতি আরও সক্রিয় হবে এবং সদস্যদের জন্য কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করবে।নওগাঁ কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠন শুধু পেশাগত উন্নয়নই নয়, বরং সমাজ ও রাষ্ট্রের স্বার্থে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর পর এই সাধারণ সভা এবং কমিটি পুনর্গঠন নওগাঁ কর আইনজীবী সমিতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission