সাতক্ষীরার শ্যামনগরে ভিমরুলের কামড়ে সামছুর গাজী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।
সামছুর গাজী ওই গ্রামের এন্তাজ আলী গাজীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে সামছুর গাজী বাড়ির পাশে ‘সেজি’ বাগানে যান। পায়ে ব্যথা থাকায় স্থানীয় বিশ্বাস অনুযায়ী সেজি গাছের আঠা সংগ্রহ করতে যান তিনি। গাছটির ডালে থাকা ভিমরুলের চাকের বিষয়ে জানতেন না তিনি।
সামছুর গাছে হাত দিতেই হঠাৎ আক্রমণ করে ভিমরুল। চোখের পলকে তার শরীরজুড়ে ছড়িয়ে পড়ে অসংখ্য হুলের দংশন। বাড়ি ফিরে স্থানীয় এক চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। চিকিৎসক দ্রুত হাসপাতালে নিতে বললেও পরিবার বিষয়টিকে প্রথমে গুরুত্ব দেয়নি। অবস্থার অবনতি হতে থাকায় শুক্রবার দুপুরে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়ার সময়ই তিনি মারা যান।
কৈখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরটিভি/এএএ