বিয়ের রাতেই হার্ট অ্যাটাকে বরের মৃত্যু, ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ  

শনিবার, ০২ আগস্ট ২০২৫ , ০৩:৫৩ পিএম


বিয়ের রাতেই হার্ট অ্যাটাকে বরের মৃত্যু, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

বিয়ের দিনক্ষণ থেকে সব আয়োজন আগেই ঠিক করা ছিল। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে বিয়ের আনুষ্ঠানিকতার কথা। বরযাত্রী নিয়ে বিয়ের আসরে যাওয়ার পথেই হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান বর অমিত সরকার। শুক্রবার (১ আগস্ট) তার মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

বিজ্ঞাপন

নিহত অমিত সরকার কুমিল্লার দাউদকান্দি উপজেলার কেরণখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্ৰামের প্রবাসী দিলীপ সরকারের ছেলে। নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ভিংরাব গ্রামে তার বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত অমিত সরকার প্রবাস থেকে কিছুদিন আগে বিয়ে করার উদ্দেশে বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তার বিয়ে হওয়ার কথা ছিল। রাত ৯টার দিকে বরযাত্রী রওনা হয়। ১০টার দিকে গৌরিপুর এলাকায় গেলে হঠাৎ বুকে ব্যথা উঠে অমিতের। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলেন। স্বজন বাসিন্দারা তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নিয়ে ভর্তি করান। রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বিজ্ঞাপন

নিহতের প্রতিবেশী গুরুপদ সরকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, বরযাত্রীর গাড়ি বহরে আমিও ছিলাম। বরের গাড়ি অতিক্রম করে আমরা সামনে চলে যাই, কিছুক্ষণ পর বরের প্রাইভেটকার চালক আমাদের গাড়ি চালককে ফোন করে বলেন গাড়ি ঘুড়িয়ে গৌরিপুর আসেন, বর অসুস্থ। প্রথমে গৌরিপুর একটি হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানালেন সে আর জীবিত নেই। আমাদের আর বিয়েতে যাওয়া হয়নি।

এ বিষয়ে চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, এমন একটি খবর ফেসবুকের মাধ্যমে জেনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission