বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় একটি ড্রোনের অনুপ্রবেশের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যদিও কিছুক্ষণ পরেই ড্রোনটি চলে যায়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতী ৮২৯ নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত সীমান্তের ফুলকা ডাবরি এলাকা থেকে ড্রোনটি পাঠায় বিএসএফ।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও ভারতীয় ড্রোন প্রবেশ করেছে। বিজিবির টহলরত দল সেটি দেখলেও কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। এভাবে ড্রোন আসা বন্ধ করা জরুরি।
এলাকাবাসী আরও জানান, সীমান্তের জিরো লাইনে ইলেকট্রিক তার দিয়ে সীমানা থেকে মাত্র ৫০ গজের মধ্যে ভারত বৈদ্যুতিক ল্যাম্প পোস্ট স্থাপন করেছে। এসব ল্যাম্পপোস্ট থেকে তীব্র আলো বাংলাদেশের অভ্যন্তরীণ এলাকায় পড়ে। এতে জীবনযাত্রা ব্যাহত করার পাশাপাশি ফসলেরও ক্ষতি করছে।
পাটগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তবিবর রহমান জানান, ড্রোন আসার বিষয়টি বিজিবি আগে থেকে অবগত ছিল। এর আগের ক্যাম্প কমান্ডারের কাছ থেকে জেনেছিলাম যে ভারত ড্রোন পাঠিয়েছিল।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, বাংলাদেশ সীমান্তে ভারতীয় ড্রোন ওড়ানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।
এ বিষয়ে ৬১ বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে বলে জানান।
আরটিভি/আরএ