চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ধনাগোদা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মো. আরাফাত (৬) শিশুর মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের সিপাইকান্দি এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করে।
নিহত আরাফাত উপজেলার সিপাইকান্দি গ্রামের মো. আবুল কালামের ছেলে।
সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ওই শিশু নিখোঁজ হওয়ার পর বিকেল সোয়া ৩টার দিকে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস সংবাদ পায়। সোয়া ৪টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু করে ঘটনাস্থল এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে।
স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীতে অতিরিক্ত স্রোতের কারণে শিশুটি ডুবে যায়। মরদেহ উদ্ধার শেষে মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেনের কাছে হস্তান্তর করা হয়।
আরটিভি/এএএ