পাবনার সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হেলাল উদ্দিনের স্বেচ্ছাচারিতা ও শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রমূলক অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের সামনে সাঁথিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রিপন, সম্পাদক আলতাফ হোসেন, চমরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, পুরানচর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদ রানা, শিক্ষক জসিম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আরটিভি/আরএ