নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোখলেছুর রহমান বিমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার সন্ধ্যায় মাসিক সমন্বয় সভা শেষে বাড়ি ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।
মোখলেছুর রহমান বিমান রণচন্ডী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও একই ইউনিয়নের উত্তর বাফলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
পুলিশ জানায়, কিশোরগঞ্জ থানায় চলতি বছরের ৪ জুন ৪৪ জন নামীয় ও অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলার প্রধান আসামি মোখলেছুর রহমান।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমানকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এএএ/এস