সুনামগঞ্জ-সিলেট সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় আবু সালেক (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সড়কের ছাতক উপজেলার চেচান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সালেক সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আমরিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিলেট থেকে মোটরসাইকেলে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন আবু সালেক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।