এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুনামগঞ্জের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ খ ম ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল (শিক্ষা ও আইসিটি) ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক রতন কুমার রায়, তাপস রায় চৌধুরী, মো. মফিঝুর রহমান, অসীম চন্দ্র বর্মণ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, ফাতিমা ইসলাম রিচি, সিলভিয়া রউফ, মিতিলা দাস মিলি, সাহিবা রহমান সাহেরী প্রমুখ।
আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননাসহ ক্রেস্ট তোলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও উপস্থিত বিশেষ অতিথিগণ।
প্রসঙ্গত, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে জেলায় সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে।
আরটিভি/এএএ