ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক বাবা দা দিয়ে কুপিয়ে নিজের শিশুপুত্রকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত ওই শিশুর নাম মোবারক হোসেন (৭)। বুধবার উপজেলার সোহাগী ইউনিয়নের বি-কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বাবা মো. নুরুল ইসলামকে আটক করেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মোহাম্মদ উবায়দুর রহমান।
নিহতের পারিবার জানায়, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। পরিবারের লোকজন তাকে দড়ি দিয়ে বেঁধে রাখতেন। উন্নত চিকিৎসা করিয়ে ১৫ দিন আগে তাকে মুক্তভাবে থাকতে দেয় পরিবার। এর মধ্যে আবারও তার মানসিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বুধবার বিকেলে নুরুল বাড়ির পাশে জঙ্গলে বসেছিলেন। এর মধ্যে বৃষ্টি শুরু হলে তার স্ত্রী জাকিয়া বেগম ছেলে মোবারককে ছাতা দিয়ে সেখানে পাঠান। ছাতা নিয়ে শিশুটি নুরুলের কাছে গেলেই তার হাতে থাকা দা দিয়ে মাথা ও গলা বরাবর কোপ দেন নুরুল ইসলাম। এতে মাটিতে লুটিয়ে পড়ে মোবারক।
জাকিয়া বেগম ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ নুরুলকে আটক করে থানায় নিয়ে যায়।
শিশুটির মা জাকিয়া বেগম বলেন, আমার স্বামীর মানসিক সমস্যা ছিল। চিকিৎসা করিয়ে সুস্থ করেছিলাম। বিকেলে জঙ্গলে বসেছিল সে। বৃষ্টি পড়ছে দেখে ছেলেকে ছাতা দিয়ে পাঠাতেই দা দিয়ে কোপ মেরে হত্যা করে। এমন অমানবিক নিষ্ঠুর বাবার বিচার চাই।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মোহাম্মদ উবায়দুর রহমান বলেন, স্থানীয়রা নুরুল ইসলামকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
আরটিভি/এমকে -টি