মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আলোচিত শিশু আছিয়া খাতুনের অসহায় পরিবারকে সহায়তা হিসেবে একটি পাকা ঘর এবং দুটি গাভী উপহার দিয়েছে জামায়াতে ইসলামী।
বুধবার (৩০ জুলাই) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন আনুষ্ঠানিকভাবে এ সহায়তা হস্তান্তর করেন।
এ সময় মাগুরা জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য আলহাজ্ব আব্দুল মতিন, জেলা আমির অধ্যাপক এমবি বাকেরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সহায়তা প্রদানকালে মোবারক হুসাইন বলেন, আছিয়ার বাবা অসুস্থ হওয়ায় পরিবারটি আর্থিক সংকটে ভুগছিল। পরিবারের স্বাবলম্বিতা ফেরাতে দুটি বাছুরসহ দুটি দুধেল গাভী এবং একটি পাকা গোয়ালঘর দেওয়া হয়েছে। এ ছাড়া গরুর খাবার ও চিকিৎসা সহায়তাও প্রদান করা হয়েছে।
তিনি বলেন, এই গাভীগুলোর দুধ বিক্রি করে পরিবারটি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে ইনশা আল্লাহ।
এ সময় মাগুরা-১ ও মাগুরা-২ আসনের সম্ভাব্য প্রার্থী আব্দুল মতিন এবং অধ্যাপক এমবি বাকেরও বক্তব্য রাখেন।
ঘর ও গাভী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আছিয়ার মা আয়েশা বেগম বলেন, আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম। জামায়াতের নেতারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, এজন্য আমরা জামায়াতের কাছে কৃতজ্ঞ।
আরটিভি/এমকে