চাঁদপুরের কচুয়া উপজেলার সাচারের কুখ্যাত সন্ত্রাসী মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার কান্দিরপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সন্ত্রাসী মনির কচুয়ার ১নং সাচার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ছাত্র-জনতাকে হত্যা, মাদক, চোরাচালান, চাঁদাবাজি, ভূমি দখল ও আগামী ৫ আগস্টের নাশকতার পরিকল্পনা করার অভিযোগে তাকে গ্রেপ্তার পুলিশ।
মনিরের বিরুদ্ধে ২০২২ সালে কচুয়ায় বিএনপির এক সিনিয়র নেতার গাড়ীতে হামলা ও ভাঙচুরসহ আরও বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।
পুলিশ জানায়, মনিরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত ছিল। বুধবার বিকেল ৫টার দিকে তিনি তার বাড়িতে অবস্থান করছিল। এ সময় মনির হোসেনকে আটক করে কচুয়া থানা পুলিশ। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে আদালতে তোলা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম। তিনি বলেন, আমরা মনির হোসেনকে গ্রেপ্তার করেছি। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করব।
প্রভাব খাটিয়ে মনির জামিনে বের হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে এলাকাবাসী এই সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আরটিভি/এফএ