ঝালমুড়ি বিক্রেতার বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ০৪:১৪ পিএম


ঝালমুড়ি বিক্রেতার বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা!
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মাত্র দুটি বাল্ব, দুটি ফ্যান ও একটি ফ্রিজ চালিয়ে ঝালমুড়ি বিক্রেতা মো. আবদুল মান্নানের নামে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে প্রায় ১১ লাখ টাকা। হঠাৎ এমন অস্বাভাবিক বিল পেয়ে হতবাক তিনি।

বিজ্ঞাপন

বুধবার (৩০ জুলাই) বিলের বিষয়টিকে ‘ভুল’ বলে জানিয়েছেন ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুল আলম।

ভুক্তভোগী ঝালমুড়ি বিক্রেতা আবদুল মান্নান জানান, তার স্ত্রী মর্জিনা বেগমের নামে বাড়ির জন্য পল্লী বিদ্যুতের একটি মিটার রয়েছে। রোববার দুপুরে জুলাই মাসের বিদ্যুৎ বিল হাতে পান তিনি। বিলের পরিমাণ দেখানো হয় ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। অথচ এর আগে এপ্রিল মাসে ১৪০ টাকা, মে মাসে ১১৫ টাকা এবং জুন মাসে ১২৬ টাকা বিল পরিশোধ করেছিলেন।

বিজ্ঞাপন

মান্নান বলেন, আমরা গরিব মানুষ, সারাজীবনে এত বিদ্যুৎ ব্যবহার করিনি। এখন পল্লী বিদ্যুৎ অফিসে বারবার দৌড়াতে হবে। এতে আমাদের মারাত্মক হয়রানি হচ্ছে।

এ বিষয়ে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুল আলম বলেন, এটি স্পষ্টতই একটি ভুল বিল। বিষয়টি আমরা দেখেছি, শিগগিরই বিল সংশোধন করা হবে। পাশাপাশি দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission