বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত আরও ৫৩

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ০১:৪০ পিএম


বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত আরও ৫৩
ছবি: সংগৃহীত

বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৫৩ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮০৮ জন। 

বিজ্ঞাপন

বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ। 

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ৪৩ জন, বেতাগী ১, বামনা ২, পাথরঘাটায় ৪ ও তালতলীতে ৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫৯ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১১৪, আমতলী ৩, বেতাগী ২, বামনা ১২, পাথরঘাটা ১০ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৪ হাজার ৯৪, তালতলী ১১৩, বামনা ১৭৪, বেতাগী ৬০, আমতলী ৫৯ এবং পাথরঘাটা উপজেলায় ৩০৮ জন আক্রান্ত হয়েছেন। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৯ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৩ জনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়। 

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission