শ্রমিক-মেহনতি মানুষের রাজনীতিবিদ ছিলেন মাওলানা ভাসানী: নাহিদ ইসলাম

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ০৯:৪০ এএম


শ্রমিক-মেহনতি মানুষের রাজনীতিবিদ ছিলেন মাওলানা ভাসানী: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

মাওলানা আবদুল হামিদ খান ভাসানী শ্রমিক-মেহনতি মানুষের রাজনীতিবিদ ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

বিজ্ঞাপন

সোমবার (২৮ জুলাই) রাতে টাঙ্গাইলের শহরের সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেও মাওলানা ভাসানী লড়াই করেছিলেন।

বিজ্ঞাপন

1211444

তিনি বলেন, মাওলানা ভাসানী যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্ব নিয়েই ভাসানীর পথ অনুসরণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই—একটি বৈষম্যহীন দেশ গড়ে তুলতে চাই।

Pic_1

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এনসিপির যে দর্শন ও চিন্তা, তার মধ্যেই মাওলানা ভাসানী রয়েছেন। আমরা তাকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় নেতা হিসেবে দেখি।

বিজ্ঞাপন

এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলসহ বিভাগীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission