বরিশালে উপজেলা বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

আরটিভি নিউজ

রোববার, ২৭ জুলাই ২০২৫ , ০৮:০২ পিএম


বরিশালে উপজেলা বিএনপির দুগ্রুপে সংঘর্ষ
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে বিএনপির প্রস্তুতি সভায় দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়গ্রুপের কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৭ জুলাই) দুপুর ১টায় বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম।

বিজ্ঞাপন

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের গৌরনদীতে আগামী ৫ আগস্টের কর্মসূচি পালনে প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা বিএনপি।

গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, প্রস্তুতি সভায় আমাকে দাওয়াত দেওয়া হয়নি। আমি মনোক্ষুণ্ণ হলেও পরবর্তীতে ওই সভায় যাই। তখন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান ও তার ভাইয়ের ছেলে জসিম শরীফ আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলে আমার সমর্থকরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে শরীফ জহির সাজ্জাদ হান্নান। 

এ নিয়ে তর্কাতর্কি ও হাতাহাতির একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৪ জন আহত হয়েছে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, বিএনপির দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কেউ কোনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission