জুলাই গণ-অভ্যুত্থান আমাদের চেতনা: প্রিন্স

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ২৭ জুলাই ২০২৫ , ০৩:১৭ পিএম


জুলাই গণঅভ্যুত্থান আমাদের চেতনা: প্রিন্স
ছবি: আরটিভি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান আমাদের অহংকার, আমাদের চেতনা সেই চেতনাকে ধারণ করে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়তে চাই। এটা হবে বৈষম্যবিহীন, সাম্য, মানবিক ও মর্যাদার বাংলাদেশ। এটা মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল এবং ২৪ এর গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে জন্য জুলাই মাসকে স্মরণীয় করে রাখার জন্য শোক এবং আনন্দের আবহ সংমিশ্রণ ঘটিয়ে এ মাসে বিভিন্ন কর্মসূচি পালন করছি।

বিজ্ঞাপন

রোববার (২৭ জুলাই) সকালে টাউন হল মোড়ে ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি’ উপলক্ষে গ্রাফিতি অঙ্কন ও গণসংগীত উদ্বোধন ও মৌন মিছিলকালে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, এক বছর আগে আজকের এই দিনে ফ্যাসিবাদের জগদ্দল পাথর বুকের ওপর হতে নেমে গেছে। আমরা মুক্ত কণ্ঠে হয়তো কথা বলতে পারছি। ৫ আগস্টের জুলাই বিপ্লব সেটি আমরা হয়তো অর্জন করতে পেরেছি। সেটা ছিল অংশিক সেই পরিপূর্ণ বিষয় অর্জন তখনই হবে বহু আকাঙ্ক্ষিত যে গণতন্ত্র যখন আমরা ফিরিয়ে আনতে পারবো। এবং জনগণের শাসন যখন আমর প্রতিষ্ঠিত করতে পারবে। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচন করতে পারবো। এর মধ্যে দিয়ে পরিপূর্ণ বিজয় অর্জন করতে পারবো।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত ১ বছর একটা দীর্ঘসময় আমরা নিজেরাও ভাবিনি যে এতো সময় লেগে যাবে। এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। জেনেছি খুব দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে একটি তারিখ ঘোষণা করবে। এবং ডিসেম্বরের মধ্যেই প্রশাসনকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মধ্যে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে যে সরকার পাবো তার মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা বাস্তবায়নে তা এগিয়ে নিয়ে যাবো। 

মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আগামীকাল এনসিপির কর্মসূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও বলেন, বিএনপি বহু দলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। তবে রাজনীতিতে অশুভ আচরণ অশ্লীল বাক্য কারো চরিত্র হনন করা এটা রাজনীতির লক্ষ্য হওয়া উচিত না। আমারা অনুরোধ করবো রাজনীতির মাটে এসে যদি খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠা করতে চাই তাহলে রাজনৈতিক শিষ্টাচার মেনে চলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ ছাড়া দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission