ফেনীতে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির দাফন

আরটিভি নিউজ

রোববার, ২৭ জুলাই ২০২৫ , ১২:৫৭ এএম


ফেনীতে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির দাফন
ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুজনের দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার বাসপদুয়া এলাকায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে দুপুরে ইয়াছিন লিটন (৪০) ও জাকির হোসেন মিল্লাত (২০) মরদেহ নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় স্বজনদের কান্নায় আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠে। পরে বৃষ্টির মধ্যে গ্রামবাসী তাদের জানাজার নামাজ আদায় করেন। 

বিজ্ঞাপন

লিটনের জানাজায় ইমামতি করেন গুথুমা চৌমুড়ি দাখিল মাদরাসার সুপার মাওলানা মীর আহমদ ও মিল্লাতের জানাজার নামাজ পড়ান তার বড় ভাই হাফেজ নুরুন্নবী পারভেজ। এ সময় পরশুরাম মডেল থানা পুলিশের এসআই শরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।

এ দিকে লিটনের বাবা মনির আহমদ বলেন, আমার ছেলে টমটম চালিয়ে ও টিউবওয়েলের কাজ করে সংসার চালাতো। পরিবারে তার তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। এখন তাদের কে দেখাশোনা করবে।

পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে গ্রামবাসীর উপস্থিতিতে সামাজিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার গুথুমা সীমান্তে কাঁটাতারের কাছে যান লিটন, মিল্লাত ও আফছার। তখন তাদের লক্ষ্য করে বিএসএফের সদস্যরা গুলি ছোড়েন। এ সময় গুলিবিদ্ধ লিটনকে ভারতে নিয়ে যায় বিএসএফ। সেখানে বিলোনিয়ার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। পরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিলোনিয়া চেকপোস্ট এলাকায় তার মরদেহ হস্তান্তর করেন বিএসএফ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মিল্লাত ও আফছারকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়। গুলিবিদ্ধ আফছার বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission