আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দোকানে আটকে পালাক্রমে ধর্ষণ, অতঃপর...

আরটিভি নিউজ

শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১০:১৩ পিএম


আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দোকানে আটকে পালাক্রমে ধর্ষণ, অতঃপর...
ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান গণমাধ্যমকে এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সকালে ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।

আটকদের নাম অভি রহমান (১৬), সমির দাস (২৫) ও শুভ ইসলাম (১৭) বলে জানা গেছে। তারা সবাই আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুরেরের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে ভুক্তভোগী ছাত্রীকে ইয়ারপুর এলাকার শাহীন সাউন্ড সিস্টেম দোকানের ভেতরে ডেকে নেন ওই প্রতিষ্ঠানের কর্মচারী অভি। এ সময় উপস্থিত আরও দুইজনের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। পরে সকালে ওই শিক্ষার্থী দোকান থেকে ছাড়া পেয়ে পুলিশকে ঘটনাটি অবহিত করেন।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। পরে দুপুরে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। কিন্তু আজ শুনানি না হওয়ায় সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরটিভি/এসএইচএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission