পথেই বগি ফেলে চলে গেল ট্রেন

আরটিভি নিউজ  

শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ০৭:১০ পিএম


পথেই বগি ফেলে চলে গেল কক্সবাজার এক্সপ্রেস ট্রেন
ছবি: সংগৃহীত

চলতি পথেই গার্ড ব্রেক বগি ফেলে চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছানোর ঘটনা ঘটেছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের। এ ঘটনায় চট্টগ্রাম থেকে কক্সবাজার ছেড়ে যাওয়া প্রবাল এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশনে আটকে পড়েছে। বিচ্ছিন্ন বগি না সরানো পর্যন্ত কোনো ট্রেন যাওয়া আসা করবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশন এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির গার্ড ব্রেক বগির হুক ভেঙে যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, শনিবার (২৬ জুলাই) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশন এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের গার্ড ব্রেক বগির হুক ভেঙে যায়। এতে মূল ট্রেনের সঙ্গে বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ছেড়ে যায়নি। এ সময় প্রায় ৩০ মিনিট আটকে ছিল কক্সবাজার এক্সপ্রেস। পরে বিচ্ছিন্ন হওয়া বগিটি সেখানে রেখে মূল ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

বিজ্ঞাপন

রেলওয়ে সূত্র জানায়, গার্ড ব্রেক বগিতে মূলত ট্রেনের পরিচালক বা গার্ড থাকেন। আর এই বগিতে খাবারও থাকে। কক্সবাজার এক্সপ্রেস আজ দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এর পর এই ট্রেন ঢাকায় যাওয়ার কথা। অপরদিকে শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়ার কথা ছিল প্রবাল এক্সপ্রেস। কিন্তু এ দুর্ঘটনার কারণে বিকেল চারটায়ও এই ট্রেন ছেড়ে যায়নি, তা চট্টগ্রাম স্টেশনে ছিল।

আরও পড়ুন

রেলওয়ের গোমদণ্ডী স্টেশনের মাস্টার মোহাম্মদ তারেক বলেন, গোমদণ্ডী স্টেশন পার হওয়ার পর কক্সবাজার এক্সপ্রেসের একদম শেষের বগিটির হুক ভেঙে গেছে। এ কারণে প্রায় ৩০ মিনিট কক্সবাজার এক্সপ্রেস থেমে ছিল সেখানে। পরে বগিটিকে রেখে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে যায়। এখন উদ্ধারকারী ট্রেন এনে গার্ড ব্রেক বগি উদ্ধার করার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম স্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে গোমদণ্ডীতে কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ওই লাইন এখন ব্লক (বন্ধ) হয়ে আছে। বিচ্ছিন্ন হওয়া বগি সরিয়ে না নেওয়া পর্যন্ত প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন ছাড়বে না। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে বগিটি সরিয়ে নেওয়ার পর রেললাইন দিয়ে ট্রেন চলাচলের উপযোগী হবে।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission