গ্রেপ্তার করতে যাওয়া গোয়েন্দা কর্মকর্তাকে কোপালেন আ.লীগ নেতা ও তার ছেলে

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ 

শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ০৬:৩২ পিএম


গ্রেপ্তার করতে যাওয়া গোয়েন্দা কর্মকর্তাকে কোপালেন আ.লীগ নেতা ও তার ছেলে
ছবি : সংগৃহীত

কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে বটি হামলায় গুরুতর আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ইসরাফিল হোসেন। 

বিজ্ঞাপন

শনিবার (২৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। 

হামলার সঙ্গে জড়িত কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদ ও তার ছেলে প্রণয়কে গ্রেপ্তার করে পুলিশ। আহত পুলিশ কর্মকর্তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, আহত পুলিশ সদস্যকে চিকিৎসা ও আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান, কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্টের একটি হত্যা মামলার আসামি হারুনুর রশিদের শহরে থানাপাড়া এলাকার বাড়িতে অভিযানে যায় কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের এস আই ইসরাফিলসহ একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি হারুন ও তার ছেলে এস আই ইস্রাফিলের ওপর ধারালো বটি দিয়ে আক্রমণ করে। এতে এস আই ইসরাফিল জখম হন। এ সময় হামলাকারী হারুন ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission